প্রেসিং, রূপান্তর, বিল্ড–আপ, প্রতি–আক্রমণ এবং ডেড বল—সব মিলিয়ে কোপা আমেরিকার ফাইনাল হতে পারে কৌশলের রোমাঞ্চকর এক মঞ্চ। যেখানে আক্রমণ, প্রতি–আক্রমণের লড়াইয়ে প্রতি মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের রং। একদিকে লিওনেল স্কালোনির অধীন সর্বজয়ী আর্জেন্টিনা যেমন অপ্রতিরোধ্য এক দল, তেমনি নেস্তর লরেনৎসোর কলম্বিয়াও আছে নিজেদের সেরা সময়ে। ফলে ফাইনালের লড়াইটা যে সমান সমান হয়ে উঠবে, তা বলাই যায়। ম্যাচে মূলত ভাগ্য গড়ে দিতে পারে ছোট ছোট বিষয়গুলোই। ন্যূনতম ভুলের জন্যও দিতে হতে পারে বড় মাশুল। তাই দুই কোচের কৌশলের ওপরও নির্ভর করছে অনেক কিছু। ফাইনালে এমন পাঁচটি কৌশল ভাগ্য গড়ে দিতে পারে।আর্জেন্টিনার ফাইনাল মানেই আনহেল দি মারিয়ার বীরত্ব। কোপা আমেরিকা ও বিশ্বকাপ ফাইনালসহ আর্জেন্টিনার শেষ তিনটি ট্রফি জয়ে ফাইনালে বড় ভূমিকা ছিল দি মারিয়ার।
তিনটি ফাইনালেই গোল করেছিলেন। বড় ম্যাচ কীভাবে বের করে আনতে হয়, সেটা তাঁর ভালোই জানা। তবে এবার ফাইনালের আগে দি মারিয়াকে নিয়ে কিছু প্রশ্নও আছে। কোপার ফাইনালে আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামা মারিয়াকে স্কালোনি কীভাবে ব্যবহার করবেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আগের ম্যাচের মতো স্কালোনি কি তাঁকে আবারও ডান পাশে খেলাবেন, নাকি পজিশন বদলে অন্য জায়গায় নিয়ে যাবেন? স্কালোনি সাধারণত প্রতিপক্ষ ও ম্যাচের পরিস্থিতি বুঝে দলের কৌশল ঠিক করেন। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালেও একই পথে হাঁটতে পারেন তিনি।আর্জেন্টিনার জন্য সুখবর হচ্ছে কলম্বিয়ার ডান পাশে দেখা যাবে না কোপা আমেরিকায় দলটির অন্যতম সেরা তারকা দানিয়েল মুনোজকে। তিনি ধারাবাহিকভাবে আক্রমণে ভূমিকা রাখার পাশাপাশি দলের হয়ে দুটি গোলও করেছেন। উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় তাঁকে ছাড়াই ফাইনালে খেলতে হবে কলম্বিয়াকে।
কোচ নেস্তর লরেনৎসো হয়তো সান্তিয়াগো আরিয়াসকে দিয়েই তাঁর শূন্যতা পূরণের চেষ্টা করবেন। তিনি আবার মুনোজের কিছুটা বিপরীত। সাধারণত রক্ষণ আগলে খেলতে দেখা যায় তাঁকে, যা হয়তো আর্জেন্টিনাকে আক্রমণে ওঠার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে। আর এ কারণে ফাইনালে পজিশনও বদলে যেতে পারে দি মারিয়ার। অ্যাটাকিং থার্ডে দি মারিয়াকে দিয়ে আরিয়াসের ওপর চাপ প্রয়োগের পথে হাঁটতে পারেন স্কালোনি। যা ওয়ান অন ওয়ানেও বিশেষ সুবিধা দিতে পারে দি মারিয়াকে। এখন স্কালোনি শেষ পর্যন্ত দি মারিয়াকে কোনো কৌশলে খেলান সেটিই দেখার অপেক্ষা।